নওগাঁর ধামইরহাট উপজেলা (নির্বাচন অফিস) সার্ভার স্টেশন পরিদর্শন করলেন নির্বাচন কমিশনার কবিতা খানম। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় ইসি কবিতা খানম উপজেলা সার্ভার স্টেশন পরিদর্শন করেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়, উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আবদুুর রশীদ প্রমুখ। উপজেলা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আ ন ম আফজাল হোসেন ও মো. হানজালার সঙ্গে নির্বাচন বিষয়ে মতবিনিময় করেন তিনি।