শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

১৩ হাজার কোটি নিয়ে পালানো নীরব মোদি এখন লন্ডনে

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০৩:৪৯ পিএম

ভারত থেকে ১৩ হাজার কোটি রুপি নিয়ে পালানো নীরব মোদির দেখা মিলল লন্ডনের রাস্তায়। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, আলোচিত এই ব্যবসায়ী সেখানে হিরার ব্যবসা শুরু করেছেন।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ভুয়া আমানত দেখিয়ে ১৩ হাজার কোটি রুপি লোন নেন নীরব। এক রুপিও শোধ না করে লাপাত্তা হয়ে যান। একই মামলায় নীরবের মামা মেহুল চোক্সীও পলাতক।

নীরবের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি হওয়ার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে গ্রেপ্তার করার জন্য একাধিকবার ব্রিটেনের সঙ্গে কথা বলেছে। কিন্তু এখনো ব্রিটেন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তৎপরতা দেখা যায়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম নীরব মোদির দুই মিনিটের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। সেখানে সাংবাদিক বারবার তার কাছে প্রশ্ন করলেও হাসি মুখে ‘নো কমেন্টস’ বলেন।

নীরব কোনো উত্তর না দিলেও পত্রিকাটি তার ব্যাপারে কিছু তথ্য প্রকাশ করেছে। বলা হচ্ছে, তিনি এখন হিরার ব্যবসায় নেমেছেন।

গত বছরের শুরুর দিকে মামাকে নিয়ে দেশ ছাড়েন মোদি। সিবিআই তাদের বিরুদ্ধে তদন্ত করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত