বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ২০ এপ্রিলের নির্বাচন হচ্ছে না। নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারি আকার ধারণ করায় এই নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বাফুফের কার্যনির্বাহী কমিটি।
বাফুফে থেকে শুক্রবার জানানো হয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি ঠিক হলে নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হবে। সে পর্যন্ত বর্তমান কমিটিই দায়িত্বে থাকবে।
ফিফা-এএফসির নির্দেশনা অনুযায়ী ৩০ এপ্রিলের মধ্যে নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা থাকে সদস্য দেশগুলোর। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ফিফাও বিষয়টি ছেড়ে দিয়েছে সদস্য দেশগুলোর উপর।
এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আপনারা জানেন করোনার কারণে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। দেশের বিরাজমান পরিস্থিতিতে কোনোভাবেই নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মনে করেন নির্বাহী কমিটির সদস্যরা। তারা তাদের লিখিত মতামতে নির্বাচন স্থগিত করার কথাই বলেছেন।’
সোহাগ জানান, গঠনতন্ত্রে উল্লেখ আছে কোনো বিশেষ প্রয়োজনে চাইলে কমিটির মেয়াদ বাড়িয়ে নিতে পারবে নির্বাহী কমিটি। নির্বাচন হওয়ার আগ পর্যন্ত যারা আছেন তারাই চালিয়ে নেবেন।
নির্বাহী কমিটির ২১ সদস্যের মধ্যে কেবল সদস্য হারুনুর রশীদ তার মতামত জানাননি। অসুস্থতার কারণে তিনি তার মতামত দিতে পারেননি বলে জানান সোহাগ।