সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

১৮ মাস পর সীমান্ত খুলে দিচ্ছে অস্ট্রেলিয়া

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ০১:১৫ পিএম

নভেম্বর থেকে আন্তর্জাতিক সীমান্ত পুনরায় খুলে দিচ্ছে অস্ট্রেলিয়া। শুক্রবার এক ঘোষণায় পর্যায়ক্রমে সীমান্ত খুলে দেওয়ার বিষয়টি জানান দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে বিনা অনুমতিতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার ১৮ মাস পর এই সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। ২০২০ সালের মার্চে সীমান্ত বন্ধ করে দেয় দেশটি। এমনকি নিজেদের লোকদেরও দেশ ত্যাগ ও প্রবেশ নিষিদ্ধ করা হয়।

প্রধানমন্ত্রী মরিসন বলেন, ভ্যাকসিন প্রদানের লক্ষ্যমাত্রা ৮০ শতাংশ পূর্ণ হওয়ায় অস্ট্রেলিয়ানরা এখন কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরতে পারবেন এবং বিদেশ ভ্রমণে যেতে পারবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত