আকুপাংচারে বিশেষজ্ঞ চিকিৎসক এবং পুলিশ সুপার ডা. এস এম শহিদুল ইসলামের বই 'বাংলাদেশে আকুপাংচার চিকিৎসা ও নিরাময়' অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. তাসলিম উদ্দিন।
সাড়ে সাতশ টাকা দামে বইটি মেলার ২৪৮-২৪৯ নম্বর স্টলে চন্দ্রছাপ প্রকাশনীতে পাওয়া যাবে। একইসঙ্গে, কলকাতার ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রিট, ১৭ সূর্যসেন স্ট্রিট এবং রিড বেঙলি বুকস, নিউইয়র্কের মাধ্যমে যুক্তরাষ্ট্রেও মিলবে আকুপাংচারের বইটি। এ ছাড়া, অনলাইনে রকমারি এবং দারাজ ডট কমে গিয়ে বইটি কেনা যাবে।
বই প্রকাশে সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সজিব শেখ, জিয়াউদ্দিন মানিক, সুলতান সালাহ উদ্দিন, তরফদার রাজীবুর রহমান এবং পাণ্ডুলিপি তৈরিতে সহযোগিতা করেন আলিমুজ্জামান আবির।