মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ধনীদের জন্য ব্যয়বহুল শহরের শীর্ষে সিঙ্গাপুর

আপডেট : ২০ জুন ২০২৩, ০৩:২০ পিএম

ধনীদের লক্ষ্য করে পণ্য, পরিষেবার জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর। সাংহাইকে পেছনে ফেলে প্রথমবারের মত শীর্ষ স্থানে উঠে এসেছে এ দেশটি।

মঙ্গলবার জুলিয়াস বেয়ারের গ্লোবাল ওয়েলথ অ্যান্ড লাইফস্টাইল প্রতিবেদনে বলা হয়েছে, হংকং, লন্ডন এবং নিউইয়র্ককে ছাড়িয়ে সিঙ্গাপুর প্রথমবারের মতো ধনী ব্যক্তিদের জন্য পণ্য ও পরিষেবার মাধ্যমে সবচেয়ে ব্যয়বহুল শহর হয়ে উঠেছে।

প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুরে গাড়ি এবং মৌলিক স্বাস্থ্য বীমা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় গড় ১৩৩ শতাংশ এবং ১০৯ শতাংশ বেশি ব্যয়বহুল। এ ছাড়া এদেশে ১২টি পণ্য এবং আটটি পরিষেবায় ব্যয়ের ধরন উচ্চ সম্পদশালী ব্যক্তিদের ব্যয়ের ধরণকে প্রতিফলিত করে।

প্রতিবেদনে সিঙ্গাপুরকে রাজনৈতিকভাবে স্থিতিশীল এবং কর-বান্ধব শহর হিসেবে পরিচয় দেয়া হয়। সিঙ্গাপুর এশিয়ান দেশগুলোর মধ্যে সবার আগে মহামারী বিধিনিষেধ সহজ করে এবং সম্পদের স্রোত দেখতে শুরু করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সিঙ্গাপুরকে ব্যয়বহুল শহর বলার কারণ দেশটিতে আবাসনের চাহিদা বেশি এবং সেখানে মানুষের জীবনযাত্রার সাধারণ খরচ তুলনামূলক বেশি।

এদিকে গত বছর প্রথম স্থানে থাকা চীনের সাংহাই শহর এবার রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। মূলত দীর্ঘদিন ধরে করোনা মহামারী বিধিনিষেধ থাকায় সাংহাই তালিকার দ্বিতীয়তে চলে এসেছে। আর তালিকার তৃতীয় স্থানে রয়েছে হংকং।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত