এ বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। এ অবস্থায় আওয়ামী লীগের আমলে হওয়া উন্নয়নগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন তিনি।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গতকাল সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় হয়। আগামী ১৪ জুলাই মন্ত্রী আবার নেতাকর্মীদের সঙ্গে বসবেন বলে জানান। এ সময় মন্ত্রী আরও বলেন, ‘আমরা এখন স্থিতিশীলভাবে বসবাস করছি। বিএনপি-জামায়াত সেটা পছন্দ করছে না। তারা অস্থিতিশীল করতে চায়। এমন হলে জনগণকে নিয়ে প্রতিহত করব।’
মন্ত্রী তার বক্তব্যে নিজ নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়ার বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের কথা তুলে ধরেন।