দশম জাতীয় সংসদ ভেঙে না দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯০ সংসদ সদস্যের (এমপি) শপথের বৈধতা নিয়ে করা রিট আবেদন খারিজের বিরুদ্ধে করা লিভ টু আপিলের (আপিলের অনুমতির আবেদন) ওপর শুনানি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগে এ শুনানি শুরু হয়। সর্বোচ্চ আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ৩০ জুলাই (রবিবার) দিন ধার্য করে।
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন হয়। এরপর ২০১৮ সালের ডিসেম্বরে হয় একাদশ সংসদ নির্বাচন। পরের বছর ৩ জানুয়ারি সংসদের ২৯০ সদস্য শপথ নেন। সংসদ ভেঙে দেওয়ার আগেই শপথগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ। রিটকারীর ভাষ্য, সংবিধানের ৭২(৩) অনুচ্ছেদ অনুসারে, সংসদের মেয়াদ গণনা হবে সংসদের প্রথম বৈঠক থেকে পাঁচ বছর। কিন্তু দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই শপথ নেওয়া হয়েছে। শুনানি নিয়ে ওই বছরের ১৮ ফেব্রুয়ারি রিট আবেদনটি খারিজ করে দেয় হাইকোর্ট। পরে ওই বছরের সেপ্টেম্বরে চেম্বার আদালতে আবেদন করে রিটকারী পক্ষ। সম্প্রতি এ-সংক্রান্ত আপিল শুনানির উদ্যোগ নেয় রিটকারী পক্ষ। গত ১২ জুন চেম্বার এ বিষয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠায়। এর ধারাবাহিকতায় এটি শুনানিতে আসে।