বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। তারা জনগণের জান-মালের নিরাপত্তা দিতে পারেনি। বরং ভিন্নমত দমনের জন্য দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রশাসনকে দলীয় ক্যাডার বাহিনীর মতো ব্যবহার করছে।'
আজ শুক্রবার রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক ভার্চুয়াল দায়িত্বশীল সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এসময় তিনি আরো বলেন, সরকার জনগণের অবরোধ কর্মসূচিকে বানচাল করার জন্য দলীয় সন্ত্রাসী ও পুলিশ সদস্যদের যুগপৎভাবে মাঠে নামিয়ে হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য শুরু করেছে। কিন্তু সরকারের শেষ রক্ষা হবে না; কেয়ারটেকার সরকারের গণদাবিও পাস কাটানো যাবে না। সরকারকে সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিয়ে অবিলম্বে পদত্যাগ ও কেয়াটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহবান জানাই। অন্যথায় রাজপথ আরো অগ্নিগর্ভ হয়ে ওঠবে।
সরকার নতুন করে তামাশা ও ভাঁওতাবাজির নির্বাচনকে নির্বিঘ্ন করতেই বিরোধী মতাদর্শের বিরুদ্ধে দমনপীড়ন শুরু করেছে জানিয়ে জামায়াতের এই নেতা আরো বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবেই আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও ঢাকা মহানগরী উত্তর আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনসহ জাতীয় নেতৃবৃন্দ এবং বরেণ্য আলেমদের বিনাদোষে কারারুদ্ধ করে রেখেছে। যা মানবাধিকার ও আইনের শাসনের মারাত্মক লঙ্ঘন। এমতাবস্থায় ফ্যাসীবাদী, স্বৈরাচারী ও জুলুমবাজ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
সরকারের পদত্যাগ এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দদের নিঃশর্ত মুক্তি দেওয়ার আহবান জানান তিনি।