সাতক্ষীরায় আজহার আলী (৫৮) নামের এক পুলিশ উপপরিদর্শকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার পুলিশ লাইনস ব্যারাকে নিজ শয়নকক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান সহকর্মীরা।
সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, মৃত আজহার আলী যশোর জেলার রাজারহাট থানা এলাকার মৃত মো. নুরুজ্জামানের ছেলে। তিনি সাতক্ষীরা জজ কোর্টে উপপরিদর্শক পদে কর্মরত ছিলেন।
সাতক্ষীরা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, সকালে ওই পুলিশ কর্মকর্তা ফজরের নামাজ পড়ার কিছুক্ষণ বাদে সহকর্মীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। মরদেহটি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা শেষে সুরতহাল রিপোর্টের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।
এদিকে মৃত ওই পুলিশ সদস্যের ছোট ভাই মো. জালাল উদ্দীন জানান, পাঁচ বছর আগে কুষ্টিয়ায় এক দুর্ঘটনায় তিনি মাথায় আঘাত পান। এরপর থেকে তিনি অসুস্থ ছিলেন। তার স্ত্রী ও দুই পুত্রসন্তান আছে।