সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

স্বামীকে হত্যা করে স্ত্রীকে ফোনে খবর দিলেন প্রেমিক

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৭:১৪ পিএম

সীতাকুণ্ডে স্বামী হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে স্ত্রী রোমানা আক্তার। আজ (বুধবার) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল এর আদালতে হত্যার কথা স্বীকার করে ঘটনার বর্ণনা দেন তিনি।

জবানবন্দিতে রোমানা আদালতকে জানান. তার সঙ্গে বিগত ৮-৯ মাস আগে ফেসবুকে এক যুবকের পরিচয় হয়। মেসেঞ্জারে কথা-বার্তার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এসএসসিতে ফেল করার পর পারিবারিকভাবে রোমানাকে আলমগীরের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন প্রেমিকের সঙ্গে যোগাযোগ বন্ধ থাকে রোমানার। পরে স্বামী তাকে একটা মোবাইল কিনে দেয়। মোবাইল পেয়ে আবারও পুরনো প্রেমিকের সঙ্গে যোগাযোগ শুরু করে রোমানা। বিষয়টি বুঝেতে পারে আলমগীর। তখন স্বামী-স্ত্রীর মধ্যে এ নিয়ে মনোমালিন্য শুরু হয়। এক পর্যায়ে প্রেমিকের সাথে যোগসাজশে আলমগীরকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করে রোমানা। সেই মোতাবেক কয়েকজন বখাটে যুবককে নিয়ে আলমগীরকে কয়েকদিন ধরে ফলো করছিলেন তার প্রেমিক। বিষয়টা আলমগীরও কিছুটা বুঝতে পেরে স্ত্রীকে জানিয়েছিলেন। কিন্তু স্ত্রী রোমানা এ ব্যাপারে জেনেও না জানার ভান করেন। অবশেষে গত ২৪ ডিসেম্বর রাত দশটার দিকে আলমগীর দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে বখাটেরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর আলমগীরকে হত্যার কথা রোমানাকে ফোন দিয়ে জানায় তার প্রেমিক। পরে আলমগীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, গত ২৪ তারিখ আলমগীর নামে ব্যবসায়ী হত্যাকাণ্ডের পর প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তার স্ত্রী রোমানা আক্তার। কিন্তু ঘটনার কিছু আলামতে আমাদের সন্দেহ হওয়ায় তাকে আমরা নজরদারিতে রেখেছিলাম। শেষ পর্যন্ত নিশ্চিত হয়ে গতকাল তাকে আমরা আটক করে থানায় নিয়ে আসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেমিকের সাথে যোগসাজশে স্বামীকে হত্যার কথা স্বীকার করে। পরবর্তীতে আজ বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে আলমগীরের স্ত্রী রোমানা আক্তার।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত