বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ছয়টি ঋতুর একটি যে শীত

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৫:২৭ এএম

ছয়টি ঋতুর একটি যে শীত

তুলনা যার নাই।

তপ্ত রোদ তাপদাহ হতে

মুক্তি সবে পাই।

 

বাহারি সব পিঠা পায়েস

কতো আয়োজন।

নতুন ধানের উৎসবমুখর

কৃষাণীর ওই মন।

 

ভোর সকালে বাড়ি বাড়ি

টাটকা খেজুর রস।

পল্লী গায়ের অহংকার ও

বাড়ায় অনেক যশ।

 

সকল প্রকার শাকসবজিতে

আছে পুষ্টির গুণ।

সকল ঋতুর চেয়ে যে শীত

আনন্দ বহু গুণ।

 

সূর্যমুখী, সরষে, গাঁদা

হলদে যতো ফুল।

শিশির ছুঁয়ায় ফুটে ভোরে

শীত ঋতু তার মূল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত