সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

শিক্ষিকার মেয়েকে যৌন হয়রানির মামলায় রাবি চিকিৎসক কারাগারে

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১০:৪৪ পিএম

যৌন হয়রানির মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান চিকিৎসক রাজু আহমেদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (১৪ জানুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. এমদাদুল হক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন  বাদীপক্ষের আইনজীবী ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান দিল সেতারা চুনি।

তিনি আরও জানান, মামলার পর চিকিৎসক রাজু আহমেদ চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার শর্তে হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন। বাদীপক্ষ পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রাজুর জামিন বাতিলের আবেদন করে। রবিবার আদালত তার জামিন বাতিল করেছেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর রাজশাহী নগরীর তালাইমারি এলাকার আমেনা ক্লিনিকে চিকিৎসক রাজু আহমেদের বিরুদ্ধে এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে। পরদিন ভুক্তভোগীর মা নগরীর বোয়ালিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা করেন। ভুক্তভোগীর মা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। যৌন হয়রানির বিচার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ নভেম্বর ডা. রাজুকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত