খুলনার আদালত এলাকা থেকে খেলনা পিস্তলসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে জজকোর্টে প্রবেশ পথের সামনে থেকে তাদের আটক করা হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান তাদের আটকের বিষয়টি স্বীকার করেছেন।
ওসি কামাল হোসেন খান জানান, মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে মরহুম অ্যাডভোকেট মনজুরুল ইমাম সড়কের জজ কোটের প্রবেশের মুখে একটি চায়ের দোকানের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা খেলনা পিস্তল দিয়ে বিচারপ্রার্থীদের ভয় দেখাচ্ছিল। এ সময় পুলিশ খবর পেয়ে কিশোর গ্যাংয়ের ছয়জনকে আটক করে। আটকদের মধ্যে একজনের কাছ থেকে একটি খেলা পিস্তল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি উল্লেখ করেন।