জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুই সাংবাদিকের উপর হামলা করেছে কলা অনুষদ ছাত্রলীগের সাবেক সভাপতি আবু নাঈম আব্দুল্লাহর অনুসারীরা। সোমবার (৫ ফেব্রুয়ারি) হলে সিট বরাদ্দকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিককে কয়েক দফা বেধড়ক পেটানো হয়েছে। পরে আহত অবস্থায় তাদের বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়।
আহত সাংবাদিকরা হলেন-বিশ্ববিদ্যালয়ের আজকের পত্রিকার প্রতিনিধি ফাহাদ বিন সাঈদ ও যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি আহসান হাবিব রিয়াদ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ১০৫ নম্বর কক্ষের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের কলা অনুষদের সাবেক সভাপতি আব্দুল্লাহ ও শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহফুজুর রাজ্জাক অনিকের অনুসারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে তা বঙ্গবন্ধু হল, চন্দ্রবিন্দু ক্যাফে, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। তারই সংবাদ সংগ্রহকালে ওই দুই সাংবাদিকের উপর হামলা করা হয়েছে।
আহত সাংবাদিক আহসান হাবিব রিয়াদ জানান, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ বাধলে সংবাদ সংগ্রহের জন্য আমি এবং তৈয়ব শাহানুর লাইব্রেরির তিন তলায় যাই। এ সময় নিচে থাকা ছাত্রলীগ কর্মীরা বিষয়টি বুঝতে পেরে দলবেঁধে লাঠিসোটা, রড নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। পরে ফাহাদ ভাই আমাকে বের করার সময় আরেক দফায় মারধর করা হয়। এ সময় ছাত্রলীগের কয়েকজন রড দিয়ে ফাহাদ ভাইয়ের মাথায় ও পিঠে আঘাত করে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি বলেন, আহত সাংবাদিক দুজনকে চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে দ্রুতই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।