বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

চসিক জানে না চউক ভাঙছে তাদের মার্কেট

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৬ পিএম

দোকান ভাড়াটিয়াদের কোনো প্রকার নোটিশ করা ছাড়াই নগরের চকবাজার হাসমত উল্যাহ মুন্সেফ লেইনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মালিকানাধীন একটি মার্কেট চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ভাঙার প্রক্রিয়া শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নগরে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খাল সম্প্রসারণের অংশ হিসেবে মার্কেটটি ভাঙা হচ্ছে বলে জানা গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে চসিক থেকে দোকান বরাদ্দ নেয়। নিয়মিত ভাড়াও পরিশোধ করে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করে আসছে। খাল সম্প্রসারণের জন্য ভাঙার কবলে পড়লেও মার্কেটের ৮/১০ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে চউক কিংবা চসিকের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

স্থানীয় সূত্র জানাচ্ছে, শুধু চসিকের মার্কেট নয়- আশপাশের বেশকিছু বাড়িঘরও পড়ছে ভাঙার মধ্যে। কিন্তু সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বা সহায়তায় এগিয়ে আসছে না চউক কিংবা চসিক।

মার্কেটের ৪ নম্বর দোকানের ভাড়াটিয়া মো. নঈমুদ্দিন বলেন, বছর খানেক আগে অন্য একজন থেকে দোকানটি কিনেছি। নিয়মিত ভাড়া আদায় করলেও মার্কেটটি কখনো রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেয়নি চসিক। জলাবদ্ধতা থেকে বাঁচাতে ভাড়াটিয়ারা কয়েকলাখ টাকা খরচ করে জরাজীর্ণ মার্কেটের কিছু উন্নয়ন কাজও করেছে। তিলে তিলে গড়া সঞ্চয় দিয়ে ক্ষুদ্র ব্যবসা চালাচ্ছি। দোকান ভাঙা হলো তো পথে নেমে ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না।

পুনর্বাসনের ব্যবস্থা নিতে গত ২ ফেব্রুয়ারি চসিক মেয়রের কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়ে আলী আক্কাছ নামে অপর এক ভাড়াটিয়া বলেন, চসিকের স্টেট শাখায় গেলে তারা বলছেন- মার্কেট ভাঙার বিষয়ে চউক তাদের কিছুই জানায়নি। সম্ভাব্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের রক্ষায় এগিয়ে আসছে না চসিকও। দুই সংস্থার বলির পাঁঠা হতে যাচ্ছি আমরা।

মার্কেটের আরেক দোকানদার গাজী সালাউদ্দিন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ধার করে দোকানের ডেকোরেশন করেছি। এখন ভেঙে দিলে সংসার চালানোর একমাত্র সম্বল শেষ হয়ে যাবে। চসিক হয় আমাদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করুক, না হয় বিদ্যমান মার্কেটের পেছনে চসিকের মালিকানাধীন জায়গায় আমাদের পুনর্বাসন করতে হবে।

এ প্রসঙ্গে চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, হাসমত উল্যাহ মুন্সেফ লেইনে চসিকের মালিকানাধীন মার্কেট ভাঙার কবলে পড়ার বিষয়টি চউক বা দোকান ভাড়াটিয়ারা আমাদের কেউ জানায়নি।

ভাড়াটিয়ারা গত ২ ফেব্রুয়ারি সিটি মেয়রের কাছে পুনর্বাসনের দাবি জানিয়ে আবেদন করার বিষয়টি স্মরণ করিয়ে দিলে রাজস্ব কর্মকর্তা নজরুল বলেন, চকবাজার হাসমত উল্যাহ লেইনের মার্কেট ভাঙা হলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়ে মেয়র মহোদয়ের সঙ্গে আলাপ করব।

এ বিষয়ে বক্তব্য জানতে নগরের জলাবদ্ধতা নরিসন প্রকল্পের পরিচালক চউকের নির্বাহী প্রকৌশলী আহমদ মঈনুদ্দিনের ফোনে বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাতবার কল করলেও রিসিভ করেননি তিনি। এর আগে, একই বিষয়ে একাধিকবার কল করলে ফোন ধরেননি চউক চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত