বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

গৃহকর্মী প্রীতি ওরাং হত্যার বিচার চেয়ে শাহবাগে মানববন্ধন, বিক্ষোভ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪২ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে কিশোরী গৃহকর্মী প্রীতি উরাং হত্যার বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে 'নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ'র ব্যানারে জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সাবেক ছাত্রনেতা আকরামুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী জীনান্দ জয়ন্ত, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, প্রকাশক রবীন আহসান, কবি লেখক মানবাধিকার কর্মী সায়েদ কায়সার, লেখক নারী নেত্রী ইলোর দেওয়ান, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ, সোহানা আহম্মেদ সংগঠক সাংগাত, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি দিপক শীল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি রায়হান উদ্দিন, জাকিয়া সুলতানা জাতীয় গৃহকর্মী সমিতি, জাকিয়া শিশির অ্যাক্টিভিস্ট, নাসির উদ্দিন প্রিন্স সাবেক সভাপতি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সমাবেশ পরিচালনা করেন আদিবাসী যুব ফোরামের সাবেক সভাপতি অনন্ত ধামাই।

সমাবেশে বক্তারা বলেন, প্রীতি ওরাং হত্যা ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া সাংবাদিক সৈয়দ আশফাকুল হক এখনো দৈনিক ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক হিসেবে বহাল থাকাটাই প্রশ্নবিদ্ধ। অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অপসারণ দাবি করছি। একই সঙ্গে প্রীতি ওরাং হত্যার বিচারের বিচার বিভাগীয় তদন্ত ও মামলার তদন্ত কর্মকর্তাকে অপশারন দাবি করেন তারা।

বক্তারা আরো বলেন, প্রীতি ওরাং হত্যার পূর্বেও এ সাংবাদিকের বিরুদ্ধে আরো এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে মামলা হয়েছিল। তিনি প্রভাব খাটিয়ে সে মামলা থেকে বেঁচে যান। সেই মামলার তদন্ত যে কর্মকর্তা করেছেন তিনিই বর্তমান মামলার তদন্ত করায় এ মামলার আলামত নষ্ট হওয়ার আশংকা ব্যাক্ত করেন তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত