সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

শাহবাগে দুই মরদেহ

কাপড়ে মুড়িয়ে ব্যাগে ভরে ফেলে রেখে গেছে

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে এক কন্যা নবজাতকের লাশ ও ঢাকা নার্সিং কলেজের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ দুপুরে শাহবাগ থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদৎ আলী জানান, খবর পেয়ে বেলা ১টার দিকে ঢাবির টিএসসি এলাকা থেকে নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত নবজাতকটি কেউ কাপড়ে মুড়িয়ে বাজারের ব্যাগে ভরে সেখানে ফেলে রেখে গেছে। কে বা কারা ফেলে গেছে তা বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে ঢাকা নার্সিং কলেজের গেটের পাশের ফুটপাত থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির মরদেহ।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জুবাইন ফেরদৌস জানান, বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল সংলগ্ন ঢাকা নার্সিং কলেজের গেটের পাশে ফুটপাত থেকে উদ্ধার করা হয় ওই ব্যক্তির লাশ। আশপাশের লোকজনের মাধ্যমে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে ও মাদকাসক্ত। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত