শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

বেইলি রোডে আগুন: রেস্তোরায় কাজ করা শান্তর লাশ নারায়ণগঞ্জে দাফন

আপডেট : ০১ মার্চ ২০২৪, ১০:৫২ পিএম

বেইলি রোডের বহুতল ভবনের একটি রেস্তোরায় চাকরি করতেন নারায়ণগঞ্জের ভূঁইগড়ের শান্ত হোসেন (২৩)।  গতকাল অগ্নিকাণ্ডে তার মৃত্যু হয়। নিহত শান্ত ভূঁইগড় পশ্চিমপাড়া এলাকার মো. আমজাদ হোসেনের ছেলে। তার এক ভাই ও এক বোন আছে এবং বাবা সৌদি আরবের প্রবাসী।

নিহত শান্তর স্বজনরা জানায়, রাতে মোবাইলে ঢাকার বেইলি রোডে আগুন লাগার ভিডিও দেখি। আমরা তা দেখেই শান্তর মোবাইলে কল দিই কিন্তু ফোন বন্ধ পাই। পরে তার সহকর্মীকে ফোন দিলে পুলিশ ধরে বলে যে, লাশ হাসপাতালে রয়েছে। পরে শুক্রবার সকালে শান্তর লাশ বাড়িতে নিয়ে আসি। জুমার পর জানাযা শেষে স্থানীয় করস্থানে তাকে দাফন করা হয়।

এ ব্যাপারে কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মেম্বার মাসুদ মিয়া জানান, বেইলি রোডের ভয়াবহ আগুনের ঘটনায় ভূঁইগরের বাসিন্দা শান্ত নিহত হয়েছে। সকালে তার লাশ গ্রহণ করে বাড়িতে নিয়ে আসে স্বজনরা। শুক্রবার বাদ জুমা তার জানাযা শেষে স্থানীয় ঈদগাহের পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত