মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

সরিষাবাড়ীতে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু, সড়ক অবরোধ

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৯:৪৮ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় শাহাদাত হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরে এ ঘটনায় স্থানীয়রা সড়ক অবরোধ করেন।

বুধবার (০৬ মার্চ) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের নগদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু শাহাদাত ওই এলাকার রন্জু মিয়া গুদুর ছেলে এবং সে স্থানীয় নূরানী মাদরাসার ছাত্র ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে বের হয় শিশু শাহাদাত। নগদা মসজিদের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ধানাটা-আদ্রা সড়ক আধা ঘণ্টা যানচলাচল অবরোধ করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত