মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

ঢাবির দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি চৌর্যবৃত্তির অভিযোগ

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০২:১৯ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই অধ্যাপকের বিরুদ্ধে পিএইচডি থিসিসে চৌর্যবৃত্তির (প্লেজিয়ারিজম) ও নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্তে কমিটি করেছে সিন্ডিকেট।

গতকাল রবিবার উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ডিকেটের একাধিক সদস্য এ তথ্য জানিয়েছেন।

দর্শন বিভাগের অধ্যাপক দাউদ খানের বিরুদ্ধে পিএইচডি থিসিসে চৌর্যবৃত্তির অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলা অনুষদের ডিন অধ্যাপক আব্দুল বাছিরকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক অধ্যাপক নাসিরউদ্দিন মুন্সী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক মুহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের এক নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে আরেকটি তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত