সোমবার, ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ইফতারে কেন খাবেন তরমুজ?

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০২:০১ পিএম

চলছে রমজান মাস। গ্রীষ্মের এই সময়ে সারাদিন রোজা রাখায় শরীরে পানিসল্পতা দেখা দিতে পারে। বহু পুষ্টিসমৃদ্ধ সুস্বাদু ও রসালো ফল তরমুজ পূরণ করতে পারে পানির এই ঘাটতি।

তরমুজে পানির পরিমাণ ৯২ ভাগ পানি। তাই শরীরকে ঠান্ডা করতে ও পানিশূন্যতা কমাতে তরমুজ অতুলনীয়। এই গরমে রোজার পরে শরীরে পানির চাহিদা পূরণ করতে পারে তরমুজ। এতে ক্যালোরি খুবই কম হওয়ায় ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন এ ও সি, ক্যারোটিনয়েডস, লাইকোপিন ও কিউকারবিটাসিন ই আছে।

বিশেষজ্ঞরা বলেন, ক্যাফেইনের তুলনায় তরমুজ অনেক গুণ বেশি উপকারী। তাই ক্যাফেইন কমিয়ে বেশি বেশি তরমুজ খাওয়া উচিত। এতে পানির পরিমাণ বেশি হওয়ায় ক্যালোরি খুবই কম। তাই এটি ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।

তরমুজের বেশ কিছু পুষ্টিগুণ চুল ও ত্বকের স্বাস্থ্যের জন্য ভালো। এতে প্রচুর আঁশ আছে, যা হজমে সহায়তা করে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে।

গরমে ঘামের কারণে শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যায়। রোজায় সেই ঘাটতি দিনের বেলা মেটানো সম্ভব হয় না। এমন অবস্থায় ইফতারে রাখতে পারেন তরমুজ। এতে শরীর তো ঠান্ডা হবেই, সেইসঙ্গে শরীরে ঘাটতিও মিটবে। তবে খেয়াল রাখবেন, তরমুজ কিন্তু পানির বিকল্প নয়। তাই ইফতারের পর পর্যাপ্ত পানি পান করতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত