বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

ফের অমিতার কথায় হাবিব-নুজহাতের গান

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৮:৪০ পিএম

এই ঈদে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদ। ‘তোকে খুঁজি’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন অমিতা কর্মকার, সুর-সঙ্গীত করেছেন হাবিব নিজেই। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নুজহাত রাহনুমা। 

নুজহাত রাহনুমা বলেন, ‘ছোটবেলা থেকেই আমার খুব পছন্দের শিল্পী হাবিব ওয়াহিদ ভাই। উনার গান শুনে আমি বড় হয়েছি। তাই এমন একজন শিল্পীর সুরে, তার সাথে ডুয়েট গানে অংশ নেওয়া আমার কাছে অসাধারণ একটি ব্যাপার। গানটি  ঈদে মুক্তি পাচ্ছে। আমি ভীষণ উচ্ছ্বসিত! এটা হাবিব ভাইয়ের সাথে আমার দ্বিতীয় কাজ। এটা রোমান্টিক ধাচের গান। আশা করছি সবার ভালো লাগবে।’

হাবিব ওয়াহিদের সঙ্গে নুজহাত রাহনুমা

গীতিকার অমিতা কর্মকার বলেন, ‘এই গানটি লেখার অভিজ্ঞতা বরাবরের মতই খুবই ভালো। হাবিব ওয়াহিদ ভাইয়ার সাথে কাজের পুরোটা সময় আমি খুব আনন্দ নিয়ে কাজ করি কারণ কাজের ক্ষেত্রে ভাইয়া খুবই হেল্পফুল। আর এই লেখালেখির জগতে যেহেতু ভাইয়ার হাত ধরেই আমার যাত্রা শুরু হয়েছিল তাই আমি খুব স্বচ্ছন্দে লেখালেখির কাজটা করতে পারি। ‘তোকে খুঁজি’  গানটি রোমান্টিক ঘরানার গান। প্রিয়জনকে কাছে পাবার ব্যাকুলতা আর কাছে পেলে তাকে আকড়ে বেঁচে থাকার আবেদন প্রকাশ পেয়েছে এই গানটিতে। বরাবরের মতই আশা করছি সবার ভালো লাগবে।’ 

গীতিকার অমিতা কর্মকার

জানা গেছে, আগামীকাল ৮ এপ্রিল ‘তোকে খুঁজি’  গানটি হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে। এছাড়াও হাবিব-নুজহাত-অমিতা ত্রয়ীর ‘তোমার প্রেমে’ শিরোনামে আরও একটি গান রয়েছে মুক্তির অপেক্ষায়, যেটি খুব শিগগিরই প্রকাশিত হবে।

উল্লেখ্য, এর আগে হাবিবের সঙ্গে নুজহাতের ‘তোমার প্রেমে’ গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পায়। অন্যদিকে অমিতা কর্মকারের কথায় হাবিব ওয়াহিদের কণ্ঠে শোনা গেছে ‘মন বুঝে না’, ‘তোমার অপেক্ষায়’, ‘তোমারই ছোঁয়াতে’, ‘তোরই প্রেমের ছোঁয়ায়’, ‘কেন আজও মন’, ‘হাওয়া বদলায়’, ‘তুমিহীনা মন’, ‘আমি ভাবি তুমি’, ‘প্রেমে পড়া মন’, ‘আবার কোনোদিন’, ‘তুমি আসবে ভেবে’ গানগুলো। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত