শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

লগ্নির টাকা উঠে গেছে ‘মেঘনা কন্যা’ সিনেমার! 

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৫:০৫ পিএম

ঈদুল ফিতরে একইসঙ্গে দেশে ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ফুয়াদ চৌধুরী পরিচালিত সিনেমা ‘মেঘনা কন্যা’। নারী পাচারের গল্পের এই সিনেমাটি ইতিমধ্যেই লগ্নিকৃত টাকা উঠিয়ে ফেলেছেন বলে দাবি করেছেন এর প্রযোজক। 

সম্প্রতি রাজধানীর স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দর্শকদের সঙ্গে উপভোগ করেন পরিচালক, প্রযোজক ও শিল্পীরা। সেসময় প্রযোজক কাজী সাইফুল ইসলাম বলেন, ‘আমরা দর্শকদের সাড়ায় খুবই আনন্দিত। আমাদের সিনেমাটি বিদেশে প্রদর্শিত হয়েছে, সামনে আরও দেশে হবে। এছাড়া বেশকিছু এনজিও ও কর্পোরেট প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় আমরা লগ্নিকৃত অর্থ ফেরত পেয়েছি।’

নির্মাতা ফুয়াদ চৌধুরী বলেন, ‘মেঘনা কন্যা’র গল্পটা সবার মনকে নাড়া দিতে পেরেছে। মুক্তির পর দর্শকরা প্রশংসা করছেন। একজন নির্মাতার জন্য এটাই বড় প্রাপ্তি।' 

তিনি আরও জানান, সারা দেশের মানুষদের ‘মেঘনা কন্যা’ দেখানোর বিশেষ প্রদর্শন ব্যবস্থা শিগগিরই শুরু হচ্ছে। 
 
মেঘনা নদী পাড়ের নারী পাচারের সত্য ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘মেঘনা কন্যা’। নিষিদ্ধপল্লীর অন্ধকার জগতের মানুষদের পাশাপাশি ছবিটিতে ওঠে এসেছে শহুরে নারীর অসহায়ত্বের গল্প। 

কাজী নওশাবা আহমেদ, ফজলুর রহমান বাবু ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইনসহ অনেকে। সংগীতায়োজনে রয়েছেন চিরকুটখ্যাত সুমী। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান এবং আহমেদ খান হীরক। আনোয়ার আজাদ ফিল্মস ও এস জে মোশনস পিকচার্স প্রযোজিত চলচ্চিত্রটির টেলিভিশন পার্টনার দীপ্ত টিভি। এছাড়া পৃষ্ঠপোষকতা করেছে সুইস এম্বাসি, ভিশন, স্কয়ার গ্রুপ এবং এসএমসি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত