মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকান্ড

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৫:৪৬ এএম

সিলেট নগরের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকান্ড হয়েছে। এ বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আসে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের কারণে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আশপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ ছিল। তবে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি সংশ্লিষ্টরা। 

সংশ্লিষ্টরা জানান, কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ শুরু করেন।

সিলেট জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির বলেন, ‘অগ্নিকান্ডের কারণে সিলেটের কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল। তবে কয়েক ঘণ্টার মধ্যে সঞ্চালন স্বাভাবিক করা হয়েছে।’ 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত