রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা একটি পাটবোঝাই ট্রাকে গ্যাসবাহী লরির ধাক্কায় চালকের সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে রাজবাড়ী পৌর এলাকার চরলক্ষীপুর গ্রামের আহম্মদ আলী মৃধা কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দিলীপ শিকদার (৪০) যশোর জেলার বাঘার পাড়া উপজেলার আন্দুল বাড়িয়া গ্রামের রনজিৎ শিকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ১২টার দিকে রাজবাড়ী কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি পাটবোঝাই ট্রাক রাস্তার পাশে থামিয়ে চালক ও চালকের সহকারী দোকানে চা খেতে যান। এর ৫ মিনিটের মধ্যে রাজবাড়ীমুখী একটি গ্যাস বহনকারী লরি দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পাট বোঝই গাড়িটি রাস্তার ধারে উল্টে যায়। দুর্ঘটনায় লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকের সহকারী লরির মধ্যে আটকে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম হাসানুজ্জামান বলেন, রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মার যান।