মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

রুমির মৃত্যু, কান্নায় ভেঙে পড়লেন মীর সাব্বির

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৬:২৬ পিএম

কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমি। সোমবার (২২ এপ্রিল) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

অভিনেতার মৃত্যুর খবরে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রুমিকে স্মরণ করে ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েছেন সহ-অভিনেতা মীর সাব্বির। যেখানে এই অভিনেতা জানিয়েছেন, সবশেষ নাটকেও একসঙ্গে কাজ করার কথা ছিল দু’জনের।

মীর সাব্বির বলেন, ‘রুমি ভাইয়ের সঙ্গে আমার অসংখ্য স্মৃতি আছে। আর আমি এখন রুমি ভাইকে শেষবারের জন্য দেখে শুটিংয়ে যেতে হচ্ছে। এটাই করুন বাস্তবতা। আজ রুমি ভাই চলে গেছে, এভাবে আমরা সবাই চলে যাবে।’

একসঙ্গে একাধিক নাটকে অভিনয় করেছেন রুমি এবং সাব্বির। পর্দার আড়ালেও রয়েছে দুজনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। এমনকি দুই অভিনেতা মিলে সম্প্রতি এক নাটকেও অভিনয়ের কথা ছিল। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত