শবনম বুবলী কিংবা অপু বিশ্বাস দুজনেই এখন শাকিব খানের কাছে অতীত। তাদের দুজনকে নিয়ে কথা বলতেও পছন্দ করেন না তিনি। কিন্তু বরাবরই শাকিবকে টেনে নানা সময়ে বিভিন্ন রকম মন্তব্য করেন অপু-বুবলী, যা নিয়ে রীতিমতো সোশ্যালে হৈচৈ শুরু হয়ে যায়।
সম্প্রতি এক টেলিভিশনের সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান, শাকিব খান তার হাতের মোরগ পোলাও খেতে পছন্দ করেন।
এরপর শবনম বুবলীও জানান তার হাতের কোন খাবারটি শাকিবের পছন্দের। অভিনেত্রী বলেন, ‘আমার রান্না করা হাঁসের মাংস খেতে শাকিব পছন্দ করেন। এছাড়া একটা ছোট চিংড়ির ফ্রাই করি, ওটাও খুব পছন্দ করেন। তিনি যখন খান, প্রচুর কিছু খেতে পছন্দ করেন।’
তবে নায়ক বলে কথা! এমন ভোজনরসিক হলে স্বাস্থ্যের কি হবে? ক্যামেরার সামনে ফিট দেখাতে কিংবা ওজন কমাতে কী করেন? বুবলীর কথায়,‘যখন ওজন কমাতে হয়, তখন ডায়েট করেন। একদমই ক্র্যাশ ডায়েটে চলে যান। দেখা যায়, এক সপ্তাহের মধ্যেই ওজন কমিয়ে ফেলতে পারছেন।’