বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে সৌদির চাপ

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৬:৫৩ পিএম

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতি মেনে নিতে চাপ দিচ্ছে রিয়াদ। একইসঙ্গে ওই অঞ্চলে আরও ত্রাণ প্রবেশের কথা উল্লেখ করেছে দেশটি। সম্প্রতি রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামাস ও ইসরায়েলের মধ্যে যে চুক্তি হতে তাতে অবশ্যই এই দুটি বিষয় (যুদ্ধবিরতি ও ত্রাণ প্রবেশের সুযোগ) অন্তর্ভুক্ত থাকতে হবে। লুক্সেমবার্গে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়ন ও উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের প্রথম উচ্চ পর্যায়ের নিরাপত্তা ফোরামের এক ফাঁকে তিনি এসব কথা বলেন।

প্রিন্স ফয়সাল বিন ফারহান জানান, ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আলোচনা করেছে, যা মধ্যপ্রাচ্যের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। তিনি আশা করেন, অন্তত কয়েকটি ইউরোপীয় দেশের এই পদক্ষেপ অন্যরাও অনুসরণ করবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত