মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ সমাবেশ শুরু

আপডেট : ১১ মে ২০২৪, ০৪:৩২ পিএম

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ দলের কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

আজ শনিবার বিকেল সোয়া ৩টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে অংশ নিতে ব্যানার, ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে দুপুর থেকে দলটির হাজার হাজার নেতাকর্মী নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা যুবদলের নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে। রাজধানীর বিভিন্ন ইউনিটের ছোট ছোট মিছিল আসছে নয়াপল্টনে।

এদিকে সমাবেশ ঘিরে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গতকাল শুক্রবার বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সকলের মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তির দাবিতে সমাবেশ ও মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্যে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার ও রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত