মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

কার প্রেমে মজলেন সুশান্তের প্রাক্তন রিয়া চক্রবর্তী? 

আপডেট : ১৪ মে ২০২৪, ০৩:০৭ পিএম

ইদানীং সোশ্যালে দারুণ সরব রিয়া চক্রবর্তী। যখন যা করছেন, তখন সেই মুহূর্ত শেয়ার করছেন ইনস্টাগ্রাম ও ফেসবুকে। ঠিক তেমনই সোমবার ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করে রিয়া লিখলেন, ‘চ্যাপ্টার ২’। আর তা থেকেই অনেকে মনে করছেন রিয়া নতুন প্রেমে পড়েছেন।

গুঞ্জনে রয়েছে মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের প্রাক্তন প্রেমিক শিল্পপতি নিখিল কামাতের সঙ্গে নাকি প্রেম করছেন রিয়া। শুধু তাই নয়, শোনা যাচ্ছে রিয়া ও নিখিল নাকি লিভ ইন সম্পর্কেও থাকতে চলেছেন। তবে এ বিষয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি রিয়াকে।

২০২০ সালে যখন সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তারপর থেকেই রিয়ার জীবনে ঝড় বয়ে যায়। সে বছরের ৮ সেপ্টেম্বর মাদক যোগের অভিযোগে রিয়াকে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তারপর থেকে রিয়ার ঠিকানা ছিল বাইকুল্লা জেল। ৬ অক্টোবর মুম্বাইয়ের সেশন কোর্ট রিয়ার জেল হেফাজতের মেয়াদ বাড়িয়েছিল। কিন্তু তার পরের দিনই বম্বে হাই কোর্ট রিয়াকে জামিন দেয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত