মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

যেখানে ধ্বংস হয়েছিল আবরাহার হস্তী বাহিনী

আপডেট : ১৬ মে ২০২৪, ১২:৫২ এএম

ইয়েমেনের শাসক আবরাহা পবিত্র কাবাঘর ধ্বংস করতে এসেছিল। কিন্তু আল্লাহ তাকে মক্কার উপকণ্ঠে ধ্বংস করেছিলেন। আল্লাহর গজবে যে স্থানে আবরাহার বাহিনি ধ্বংস হয়েছিল সেটাকে ওয়াদি মুহাসসার বলা হয়। এটি মূলত মিনার পূর্ব পাশে লাগোয়া মুজদালিফার ময়দান।

মাঝে শুধু একটি ওয়াদি বা উপত্যকার ব্যবধান। দুই ময়দানের মাঝে উত্তর-দক্ষিণে এঁকেবেঁকে এই ওয়াদির অবস্থান। লক্ষ্য করলে দেখা যাবে, এই ওয়াদির পশ্চিম পাশে মিনার শেষ সীমান্ত সাইনবোর্ড আছে, যা মিনার সীমানা চিহ্নিত করে। কয়েক গজ দূরের আরেকটি সাইনবোর্ড দ্বারা মুজদালিফার সীমানা চিহ্নিত করা হয়েছে।

দুই সাইন বোর্ডের মধ্যবর্তী স্থানটিই হলো ওয়াদি মুহাসসার। এখানে আবরাহার হস্তী বাহিনী ধ্বংস হয়েছিল। স্থানটি অতিক্রম করার সময় হজরত রাসুলুল্লাহ (সা.) দ্রুততার সঙ্গে চলেছিলেন। তাই হাজিদের জন্য স্থানটি দ্রুত পার হওয়া সুন্নত। ওয়াদি মুহাসসার হারাম এলাকার অন্তর্ভুক্ত হলেও এ স্থানটুকু মাশআরের অন্তর্ভুক্ত নয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত