যুক্তরাষ্ট্রে বেসবল যতটা জনপ্রিয়, ক্রিকেট তার সিকিভাগও নয়। তাই তো বাংলাদেশের নারী দলের ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট খেলতে নেমে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ক্রিকেট ব্যাট ধরেছেন বেসবল ব্যাটের মতো করেই! গতকাল বুধবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশের নারী ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে ক্রিকেটের পাট নিয়েছেন সফররত মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। পড়ন্ত বিকেলে ক্রিকেট খেলায় মেতে ওঠার পর ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রে হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ^কাপে বাংলাদেশ দলকে জানিয়েছেন শুভকামনা।