তিন রাউন্ড বাকি থাকতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের টানা পঞ্চম শিরোপা নিশ্চিত হয়ে গেছে বসুন্ধরা কিংসের। নিয়মরক্ষার ম্যাচ হলেও ছেড়ে কথা বলেনি বাংলাদেশ পুলিশ এফসি। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় বিপিএল শিরোপা পাওয়ার আগে কিংসকে হারিয়েই দিয়েছিল পুলিশ। শেষতক ২-২ গোলে ড্র করতে সমর্থ হয়েছে চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে ৮ ম্যাচ পর পুলিশি বাধায় জয়রথ থেমেছে কিংসের।
কিংস অ্যারেনায় শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের হাত থেকে শিরোপা নেওয়ার আগে মাঠের লড়াইয়ে তেজ দেখা গেছে কম। তবে একাদশে শক্তি কমাননি কিংস কোচ অস্কার ব্রুজন। মধ্য বিরতির ঠিক ১ মিনিট বাকি থাকতে ডরিয়েলটনের পাস থেকে পুলিশের জালে বল পাঠান ফন উদোহ।
বিরতি থেকে ফিরে পুলিশ বাড়ায় তাদের আক্রমণের ধার। ৩ মিনিট যেতে না যেতেই সমতার সুযোগ নষ্ট হলেও দু’মিনিট পর এডওয়ার্ড মরিলোর অ্যাসিস্ট থেকে গোলবারের ঠিকানা খুঁজে নেন মেহেদী খান। ৬৯তম মিনিটে এগিয়ে যায় পুলিশ। এবার ভেনেজুয়েলার ফরোয়ার্ড মরিলো নিজেই গোল করেন।
পিছিয়ে পড়ে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কিংসকে। ৭১তম মিনিটে ডরিয়েলটনের গোলে ম্যাচে সমতা টানে কিংস। পরের সময়টুকুতে সতর্ক কিংস আর গোল করেওনি, করতেও দেয়নি। ২-২ গোলের সমতাতেই শেষ হয় ম্যাচ। ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান পুলিশের।
দিনের অন্য ম্যাচে ফর্টিস এফসির সঙ্গে গোলশূন্য ড্র করেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।