মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

২২শ ভোটারের কেন্দ্রে এক ঘণ্টায় ভোট পড়েছে ৭টি

আপডেট : ২১ মে ২০২৪, ১০:৪৬ এএম

রাজবাড়ী সদর উপজেলা পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় কেন্দ্র ১ ঘণ্টায় ভোট পড়েছে ৭টি। কেন্দ্রের ছয়টি বুথের ২টিতে ভোট পড়েনি একটিও। কেন্দ্রের মোট ভোটার রয়েছে ২ হাজার ২১৭ জন। 

সকাল ৯টার দিকে কেন্দ্রে গিয়ে দেখা যায় পুলিশ ও আনসার সদস্যরা অবসর সময় কাটাচ্ছেন। মহিলা কেন্দ্রের বুথ রয়েছে ছয়টি। এর মধ্যে দুটি বুথে কোন প্রার্থীরই পোলিং এজেন্ট পাওয়া যায়নি। অন্য বুথে শুধু চেয়ারম্যান প্রার্থীর পোলিং এজেন্ট দেখা গেছে।

কেন্দ্রটির পাশেই পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ৬৯ জন। এই কেন্দ্রে মোট ভোট পড়েছে ২২টি।

পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের প্রসাইডিং কর্মকর্তা শ্রাবন্তী দত্ত বলেন, এই কেন্দ্রের সবাই নারী ভোটার। এ কারণে ভোটারের উপস্থিতি কম। তবে বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়বে বলে তিনি আশাবাদী। 

রাজবাড়ী সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

প্রসঙ্গত, রাজবাড়ী সদর উপজেলায় মোট ভোটার রয়েছে ৩ লাখ ৮ হাজার ৬৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ১২৯ জন, নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ৫০৫ জন, হিজড়া ভোটার ৬ জন। ভোট কেন্দ্র ১১৫টি। ভোট কক্ষ ৭৬৯টি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত