কোপা আমেরিকা শুরুর আগে যুক্তরাষ্ট্রের মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৯ জুন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর। কোপা আমেরিকা ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা দ্বিতীয় ম্যাচটি খেলবে ১৩ জুন গুয়েতেমালার বিপক্ষে।
এই দুই ম্যাচের জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। তার ঘোষিত দলে পাঁচ বছর আগে খেলা সেন্টার ব্যাট বেলার্দো ফিরলেও নেই পাওলো দিবালা।
আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের কোন ইনজুরি সমস্যা নেই। চলতি মৌসুমে ইতালিয়ান ক্লাব এএস রোমার হয়ে ৩৮ ম্যাচে ১৬ গোল ও ১০ অ্যাসিস্ট করেছেন। তবু দিবালার বাদ পড়াটা অনেকের কাছে বিষ্ময়ের।
দলে সুযোগ না পাওয়ার পর দিবালা ইন্সটাগ্রামে স্টোরি দেন। তার ইন্সটাগ্রামে তিনটি স্টোরি দেওয়া। অনেকের মতে দলে সুযোগ না পাওয়ার কারণেই দ্বিতীয় স্টোরিটি দিয়েছেন দিবালা।
তার সেই স্টোরিতে একসঙ্গে তিনটি ট্রফির দেখা যায়। তিনটিই ইতালিয়ান লিগ সিরি'আ এর মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার। নভেম্বর ২০২৩ এবং এই বছরের ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে সিরি'আ তে সেরা খেলোয়াড় হন দিবালা।
আর্জেন্টিনার ২০২১ কোপা আমেরিকা ও ২০২২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য দিবালা।