রাজধানীর মগবাজার দিলু রোডে ফুটপাত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার নাম দুলাল (৩০) বলে জানা গেছে।
আজ শুক্রবার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলআমিন জানান, স্থানীয়দের মাধ্যমে জানা যায় ওই যুবক ভবঘুরে প্রকৃতির। কয়েকদিন যাবত দিলু রোডে পিয়াঙ্কা সুটিং ক্লাবের আশপাশে ঘুরাফেরা করছিল। সকালে সেখানে অসুস্থ্যতার কারণে মারা গেছে সে।
তিনি আরও জানান, খবর পেয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম দুলাল, বাবার নাম আক্কাস বলে জানা গেছে। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জ। আপাতত মরদেহটি মর্গের ফ্রিজে রাখা হবে।