কুমিল্লায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৭ জুন) বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌসি বেগম (৪৫) সদর উপজেলার চাঁনপুর এলাকার দুলাল মিয়ার স্ত্রী।
নিহতের স্বামী মো. দুলাল মিয়া বলেন, তারা সকালে গ্রামের বাড়ি থেকে চান্দিনার জাফরাবাদে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। বিকেলে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে বাসার দিকে রওনা দেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচরের কাছে এসে সামনে গাড়ি দেখে ব্রেক কষলে স্ত্রী বাইক থেকে ছিটকে পড়েন। এ সময় পেছনে থাকা একটি ট্রাক তার স্ত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ময়নামতি হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ইকবাল বাহার বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি পালিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।