বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ভক্তর মুখের উপর গাড়ির দরজা বন্ধ করে তোপের মুখে তাপসী! 

আপডেট : ১৩ জুন ২০২৪, ০৮:২১ পিএম

বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর ব্যবহারে মাঝে মধ্যেই ক্ষুব্ধ হয় নেটপাড়া। এমনকী, বহুবার তাপসীকে এই নিয়ে নানা কথা প্রকাশ্যে শুনালেও তাতে কোনো ফল হয়নি। উলটো তাপসীর দুর্ব্যবহার আরও বেড়েছে।

সোশ্যালে সম্প্রতি তাপসীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, এক যুবক তাপসীর সঙ্গে সেলফি তোলার জন্য তার পিছনে ছুটছে। কিন্তু তাপসী একেবারে পাত্তা দেননি যুবককে। উলটো বিরক্তি প্রকাশ করে। তার পর তাপসী গাড়িতে উঠতে গেলে, সেখানেও পৌঁছে যায় যুবক। রীতিমতো বিরক্ত হয়ে যুবকের মুখের উপরই গাড়ির দরজা বন্ধ করে দেন তাপসী। এই ভিডিও ছড়িয়ে পড়তেই সোশ্যালে তাপসীর সমালোচনায় নেটিজেনরা।

 
 
কয়েকমাস আগে গোপনে বিয়ে করেছেন তাপসী। সেই সময়ও সংবাদমাধ্যমের সঙ্গে তাপসীর ব্যবহার নিয়ে নেটপাড়ায় ঝড় উঠেছিল। তা নিয়ে তাপসী জানিয়ে ছিলেন, আসলে আমি ঠিক বুঝতে পারছিলাম না যে, বিয়ের মতো ব্যক্তিগত বিষয়কে চর্চায় আনব কিনা। প্রথম থেকেই আমি ব্যক্তিগত জীবনটাকে কখনই সবার সামনে তুলে ধরতে চাইনি। আমার বিয়েতে কারা আসছেন, কারা আসছেন না। কিংবা বরের ব্যাপারে কোনও তথ্য লুকাতে চাইনি। আমার একমাত্র উদ্দেশ্যই ছিল ব্যক্তিগত ইভেন্টকে স্পটলাইটে না রাখার।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত