হাতে কাজ না থাকলেও নাকটা কিন্তু বেশ উঁচিয়েই রাখেন অভিনেত্রী তাপসী পান্নু। আর ঠোঁটকাটা বিষয়টা তার পুরনো স্বভাব! আর সেই স্বভাবকেই যে বয়ে নিয়ে চলেছেন অভিনেত্রী, তা যেন ফের প্রমাণ দিলেন।
‘হাসিন দিলরুবা’ সিক্যুয়েলের প্রচারণার সময়ে পাপারাজ্জিদের ছবি তোলা প্রসঙ্গে তাপসী স্পষ্ট জানান, ‘পাপারাজ্জিদের প্রশংসা আমার কোনও কাজে লাগে না। অন্য় কারও লাগতে পারে। কারণ, পাপারাজ্জিদের মন্তব্য ভবিষ্যতে কাজ পাইয়ে দেবে না!’
তাপসীর ব্যবহারে মাঝে মধ্যে ক্ষুব্ধ হয় নেটপাড়া। এমনকি, বহুবার তাপসীকে এ নিয়ে নানা কথাও প্রকাশ্যে শুনিয়েছেন তারা। কিন্তু তাতে কোনও ফল হয়নি। উলটা তাপসীর দুর্ব্যবহার আরও বেড়েছে।
সম্প্রতি বেশ কয়েকটি ভিডিও প্রকাশ্যে আসে যেখানে দেখা যায় পাপারাজ্জিদের সঙ্গে বেশ খারাপ ব্যবহার করছেন তাপসী। তাদের ছবি তুলতে স্পষ্ট বারণও করছেন। এই কারণে সম্প্রতি নেটিজেনদের কড়া সমালোচনার মুখেও পড়েন অভিনেত্রী। তবে এসবে তার ভ্রুক্ষেপ নেই। বরং ঠোঁটকাটা হয়েই থাকতে চান তিনি। আর তাই স্পষ্ট করলেন হাসিন দিলরুবার প্রচার অনুষ্ঠানে।