মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

তাপসী পান্নুর বিয়ের ভিডিও ফাঁস

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৩:১৯ পিএম

কেউই টের পেল না। এমনকী বলিপাড়ার কেউই জানতে পারলেন না যে উদয়পুরে চুপিসারে বিয়ে সেরে ফেললেন তাপসী পান্নু।

সূত্রের খবর, গত ২৩ মার্চ দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনত্রী। পরিবারের লোকজন এবং তাপসী পান্নুর খুব কাছের বন্ধুরাই উপস্থিত ছিলেন এই বিয়েতে। কিন্তু বিয়ের কথা গোপনেই রেখেছিলেন তাপসী পান্নু। তবে এবার ফাঁস হল ছাদনাতলার ভিডিও। সোশ্যালে সেই ভিডিও এখন ভাইরাল। 

উদয়পুরের প্যালেসে ছিমছাম অনুষ্ঠানের মধ্যে দিয়ে দীর্ঘদিনের প্রেমিক তথা ব্যাডমিন্টন প্লেয়ার ম্যাথিয়াস বোয়ের গলায় মালা দিলেন তাপসী। পাঞ্জাবি পরিবারের মেয়ে তাপসী। আর ম্যাথিয়াস ডেনমার্কের বাসিন্দা। ফলে বিয়েতে পাঞ্জাবি রীতিই নাকি মানা হয়েছে। ছিল খ্রিস্টান বিয়ের নিয়মের ছোঁয়াও।

ভিডিওতে দেখা গেছে ‘কুল ব্রাইড’ তাপসীকে। কোনও ডিজাইনার লেহেঙ্গা নয়, বরং পাঞ্জাবী পোশাক সালোয়ার স্যুটে ছাদনাতলায় পৌঁছান অভিনেত্রী। অন্যদিকে ম্যাথিয়াসকে দেখা যায় শেরওয়ানি, পাগড়িতে। ব্রাইডস মেইড হিসেবে দেখা গেল অভিনেত্রী বোন শাগুন পান্নু ও তার বান্ধবীদের। মালাবদলের পরই নবদম্পতিকে নাচে-গেনে মেতে উঠতে দেখা যায়। এক-অপরের গালে এঁকে দেন ভালোবাসার চুম্বনও।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত