কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। ঈদের দিন আজ (১৭ জুন) বেলা ২টার দিকে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়র।
এদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এক নম্বর ফটকের বিপরীত পাশে বর্জ্য অপসারণ কাজ উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। আর কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে দক্ষিণ সিটির এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র শেখ ফজলে নূর তাপস।
এ সময় দক্ষিণ সিটির সব অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা বিভিন্ন অঞ্চল থেকে অনলাইনে যুক্ত হন। অবশ্য সকালে ঈদের জামাতের পর থেকেই কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ শুরু করেন দুই সিটির পরিচ্ছন্নতাকর্মী ও ভ্যান সার্ভিসের কর্মীরা।
দক্ষিণ সিটির জনসংযোগ বিভাগ জানায়, বর্জ্য অপসারণের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার আগেই তাদের আওতাধীন এক নম্বর ওয়ার্ড (খিলগাঁও এলাকা) শতভাগ বর্জ্য অপসারণ করেছে। ওই ওয়ার্ডে সকাল ১০টায় বর্জ্য অপসারণ শুরু হয়।
বর্জ্য অপসারণে সাড়ে ১৯ হাজারের বেশি কর্মী
এদিকে দুই সিটিতে কোরবানির বর্জ্য অপসারণের কাজে সাড়ে ১৯ হাজারের বেশি কর্মী নিয়োজিত রয়েছেন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন এলাকায় বর্জ্য অপসারণে কাজ করছেন ১০ হাজার ২৫৭ জন কর্মী। আর ঢাকা উত্তর সিটির আওতাধীন এলাকায় এ কাজে নিয়োজিত রয়েছেন ৯ হাজার ৩৩৭ কর্মী।
এদের মধ্যে ৮ হাজার ৭০০ জনই প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডারস (পিডব্লিওসিএসপি) বা ভ্যান সার্ভিসের কর্মী। যারা মূলত টাকার বিনিময়ে বিভিন্ন এলাকার বাসাবাড়ি থেকে গৃহস্থালির বর্জ্য সংগ্রহ করে থাকেন। এর বাইরে প্রায় ১ হাজার ২০০ কর্মী দৈনিক মজুরি ভিত্তিতে নেওয়া হয়েছে। বাকি ৯ হাজার ৭০০ কর্মী দুই সিটিতে কাজ করা পরিচ্ছন্নতাকর্মীরা।