মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

রাসেলস ভাইপারে মৃত্যুরোধে পর্যাপ্ত অ্যান্টিভেনম চেয়ে আইনি নোটিশ

আপডেট : ২৫ জুন ২০২৪, ০৫:১৯ পিএম

দেশজুড়ে বিষধর সাপ রাসেলস ভাইপার আতঙ্কের মধ্যে অ্যান্টিভেনমের পর্যাপ্ত সরবরাহ চেয়ে সরকারের সংশ্লিষ্টদের উদ্দেশ্যে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের উদ্দেশ্যে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান।

নোটিশে ৭ দিনের সময় দিয়ে তিনি দেশের প্রতিটি সরকারি হাসপাতাল-ক্লিনিক-স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনমের সরবরাহ চেয়েছেন। একই সঙ্গে ভ্যাকসিন সংরক্ষণ, ভ্যাকসিন প্রদানকারী চিকিৎসকদের দ্রুততম সময়ের মধ্যে উন্নত প্রশিক্ষণ, দেশের অভ্যন্তরে পরিবেশ উপযোগী সাপের বিষের প্রতিরোধক ভ্যাকসিন উৎপাদনে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি। ব্যত্যয় হলে সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ আদালতে মামলা করা হবে বলে জানান এই আইনজীবী।

নোটিশের বরাতে তিনি বলেন, সম্প্রতি বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকজন সাপের কামড়ে মারাও গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে বিষয়টি নিয়ে দেশব্যাপী উদ্বেগ ছড়িয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, রাসেলস ভাইপার সাপ মেরে ফেলতে পুরস্কার ঘোষণার ঘটনাও ঘটেছে।

অ্যাডভোকেট ইমরান বলেন, রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির (এনসিডিসি) জরিপ অনুযায়ী, দেশে প্রতিবছর ৪ লাখ ৩ হাজার ৩১৭ জন মানুষ সাপের কামড়ে আক্রান্ত এবং এতে মারা যান ৭ হাজার ৫১১ জন মানুষ। ‘গণমাধ্যমে প্রকাশিত তথ্য মতে, দেশে প্রতিবছর অনেকে বিষধর সাপের কামড় খেয়ে মারা যান শুধুমাত্র সঠিক সময়ে চিকিৎসা না পাওয়া, বিশেষ করে হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম না থাকার কারণে। এর কারণ দেশে স্থানীয়ভাবে অ্যান্টিভেনম তৈরি হয় না।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত