দুজনের শুরুটা বার্সেলোনার একাডেমি থেকে। একজনের এখন ক্যারিয়ারের কেবল শুরু, অন্যজনের গোধূলি লগ্নে। বলছিলাম লামিন ইয়ামাল ও লিওনেল মেসির কথা। দুজনেই এখন পৃথিবীর দুই প্রান্তে ব্যস্ত ফুটবল টুর্নামেন্ট নিয়ে। দুজনের দলেই ফাইনালিস্ট। ইয়ামালের দল স্পেন ইউরোতে আর মেসির আর্জেন্টিনা কোপায়।
বার্সেলোনা ও স্পেনের ফরোয়ার্ড ইয়ামাল চান মেসি কোপা আমেরিকার শিরোপা ধরে রাখুক এবং স্পেন ইউরো চ্যাম্পিয়ন হোক।
আজ নিজের ১৭তম জন্মদিন পালন করতে যাওয়া ইয়ামাল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের অন্যতম সেরা তারকা। ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর ছয় ম্যাচে এক গোল ও তিন অ্যাসিস্ট করেছেন এই তরুণ ফরোয়ার্ড। তার দুর্দান্ত পারফরম্যান্সের উপর ভর করে, স্পেন ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে যেখানে তারা ইংল্যান্ডের মুখোমুখি হবে।
এদিকে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং মেসির দল জিতলে ২০২৫ সালের ফাইনালিসিমায় খেলার যোগ্যতা অর্জন করবে আর্জেন্টিনা ও স্পেন।
সংবাদ মাধ্যমকে ইয়ামাল বলেছেন, ‘আমি আশা করি মেসি কোপা আমেরিকা জিতবে এবং আমি ইউরো ২০২৪ জিতব যাতে আমি ফাইনালিসিমায় তার বিপক্ষে খেলতে পারি।’