রোববার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

স্পেন ইউরো চ্যাম্পিয়ন হওয়ায় ভীষণ খুশি স্কালোনি

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০১:২১ পিএম

কয়েক ঘণ্টার ব্যবধানে ইউরো এবং কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দল নির্ধারণ হয়ে গেল। কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতল লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। এর কয়েক ঘণ্টা আগে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যম্পিয়ন হয়েছে লুইস দেলা ফুয়েন্তের স্পেন। কোচিং ক্যারিয়ারের শুরুর দিকে দেলা ফুয়েন্তের ছাত্র ছিলেন স্কালোনি। তাই ‘গুরু’র দলের শিরোপা জয়ে স্কালোনির আনন্দ আর ধরে না।'

কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপার শিরোপা জয়ের পর সংবাদ সম্মেলনে আগামী বছরের ফিনালিসিমার আসর নিয়ে এক প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, “(ফিনালিসিমায়) আমরা কি স্পেনের বিপক্ষে খেলব? আসলে আমার পরিবারের একটি অংশ স্প্যানিশ এবং তাদের নিয়ে আমি ভীষণ খুশি। আমরা যদি ফিনালিসিমায় খেলি, তাহলে এই পরিবার বিভক্ত হয়ে যাবে। তাদের মুখোমুখি হতে আমাদের ভালোই লাগবে?”

এর আগে ইউরোর কোয়ার্টার ফাইনাল চলাকালীন সাংবাদিকের এক প্রশ্নের জবাবে স্কালোনি তার শিক্ষক দে লা ফুয়েন্তেকে নিয়ে বলেছিলেন, “কোচিং কোর্সে দে লা ফুয়েন্তে আমার শিক্ষক ছিলেন। অবশ্যই ইউরোতে আমি স্পেনের সাফল্য চাই। লুইস আমাদের অনেক কিছুই শিখিয়েছেন। ২০১৭ সালে যারাই তার ছাত্র ছিলাম… অনেক কিছুই সে আমাদের শিখিয়ে দিয়েছে।”

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত