মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার ‘অতিরিক্ত পারফরম্যান্স’

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৪:৪১ পিএম

কোপা আমেরিকার ফাইনাল। একটু টান টান উত্তেজনা না হলে চলে! মিনিটে মিনিটে নাটকীয়তা হলে তবেই জমে উঠে খেলা। আজ মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সেটাই হয়েছে। শুরু থেকেই আক্রমণাত্মক ছিল কলম্বিয়া। আর্জেন্টিনা চেয়েছিল সুযোগ তৈরি করতে, কিন্তু সেটা তারা নস্যাৎ করে দিয়েছে বারবার। শুরুর একাদশে নামা খেলোয়াড়রা তাই আর্জেন্টাইন সমর্থকদের বারবার করেছেন হতাশ।

নির্ধারিত সময়টা গোলশূন্যতে শেষ হওয়ার পর খেলা যখন গড়ায় অতিরিক্ত সময়ে, তখনই বদলি নামানো শুরু হয় গণহারে। একসঙ্গে তিনজন ফুটবলারও বদলান। ৯৭ মিনিটে একসঙ্গে তুলে নেওয়া হয় হুলিয়ান আলভারেজ, ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজকে। তাদের বদলি হিসেবে নামানো হয় লাউতারো মার্তিনেজ, লিয়ান্দ্রো পারেদেস ও জিওভানি লো সেলসোকে।

১১২ মিনিটে যে গোল পায় আর্জেন্টিনা সেখানে অবদান দুই অতিরিক্ত ফুটবলারেরই। জিওভানি লো সেলসোর পাস থেকে দুর্দান্ত নিখুঁত এক শটে গোল করে লাউতারো মার্তিনেজ। আর সেটা দেখেই আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বললেন, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার ফুটবলাররা করেছে অতিরিক্ত পারফরম্যান্স।

একসঙ্গে নামানো হয় তিনজনকে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অতিরিক্ত সময়ে দল সবসময় অতিরিক্ত পারফরম্যান্স করেছে। যা দেখাটাও ছিল তৃপ্তিদায়ক। তারা যেভাবে তাদের সবটুকু উজার করে দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। ম্যাচের আগে, খেলোয়াড়রা তাদের পরিবার কোথায় ছিল তা না জেনে এক ঘন্টা দাঁড়িয়ে ছিল, আমরা কী ঘটছে তা জানতাম না। সেই প্রেক্ষাপটে আমরা মাঠে নেমেছিলাম ম্যাচ খেলতে।’

স্কালোনি যোগ করেছেন, ‘আমি খুব খুশি কারণ দশর্কদের আনন্দের একটা মুহূর্ত দিতে পেরেছি। আমরা এজন্যই খেলি। এখানে আমার পরিবার থাকাটাই সবচেয়ে ভালো। আমি দ্বিগুণ খুশি কারণ স্পেনও জিতেছে।’

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত