সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

কুমিল্লায় জোড়া খুনে ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৭:৩৭ পিএম

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় জোড়া খুনের মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ জুলাই) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

জোড়া খুনের শিকার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী গ্রামের গিয়াস উদ্দিন ও জামাল হোসেন সম্পর্কে চাচাতো ভাই।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী গ্রামের আতর আলীর ছেলে তোফায়েল আহমেদ তোতা, মৃত মমতাজ উদ্দিনের ছেলে কামাল হোসেন, আব্দুর রহিমের ছেলে আলমগীর হোসেন, ফরিদ উদ্দিনের ছেলে মো. মামুন, মৃত আনোয়ার আলীর ছেলে মো. বাবুল ও মৃত আনোয়ার আলীর হারুনুর রশিদ।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন—কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনাইতরীর মৃত জুনাব আলীর ছেলে হায়দার আলী, আব্দুর রহিমের ছেলে আ. মান্নান, মৃত মমতাজ উদ্দিনের ছেলে জামাল হোসেন, মৃত আ. খালেকের ছেলে আবুল বাশার, মৃত আ. রশিদের ছেলে জাকির হোসেন, মৃত আ. খালেকের ছেলে আ. কাদের ও মৃত ইউসুফ মিয়ার ছেলে আব্দুল কুদ্দুস। 

রায়ের সত্যতা নিশ্চিত করে কুমিল্লা জেলা পিপি জহিরুল ইসলাম সেলিম বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধনাইতরী গ্রামের গিয়াস উদ্দিন ও জামাল হোসেনকে ২০১৬ সালের ১২ আগস্ট ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে দণ্ডপ্রাপ্ত আসামিরা। খবর পেয়ে স্বজনরা আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে মো. গিয়াসউদ্দিনকে এবং পরে জামাল হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় হত্যা মামলা হয়। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত