বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

মৃত্যু নিয়ে ফেসবুক বায়োতে যা লিখেছিল ফারহান

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৭:০৩ পিএম

কোটা আন্দোলনকারীদের সঙ্গে সরকার সমর্থক ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মো. ফারহানুল ইসলাম ভূঁইয়া (ফারহান ফায়াজ) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) ধানমন্ডির ২৭ নম্বরের রাপা প্লাজার পাশের মোড় এই ঘটনা ঘটে।

কলেজের ভাইস প্রিন্সিপাল ফাতেমাতুজ জোহরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত শিক্ষার্থী ফারহান ফায়াজের ফেসবুক বায়োতে লেখা ছিল-  ‘One day you'll leave this world behind, So live a life you will remember অর্থাৎ ‘একদিন তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে, তা এমন জীবন যাপন করুন যাতে সবাই মনে রাখে।’

এদিকে নিহত শিক্ষার্থী মো. ফারহানুল ইসলাম ভূঁইয়াকে (ফারহান ফায়াজ) ভাগনে দাবি করে নাজিয়া খান ‘ফারহান’ এর কিছু ছবি ফেসবুকে পোস্ট করে বলেন, ‘ওরা আমার ভাগ্নে ফারহান ফাইয়াজকে মেরে ফেলেছে। তার ১৮ বছর বয়সও হয়নি। আমি ফাইয়াজ হত্যার বিচার চাই। সে ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর জন্মেছে। আমি চাই আপনারা সবাই আপনাদের ফুসফুসের ওপর গুলি করুন। আমি তার হত্যার বিচার চাই। সে আমার নিজের সন্তান না হলেও এর থেকে কম ছিল না।’

এর আগে বৃহস্পতিবার সকালে থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ-আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সরকার সমর্থক রাজনৈতিক ও দলীয় ক্যাডাররা। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত