বাংলাদেশের ক্রিকেটে গত কয়েকমাস ধরেই অন্যতম বড় প্রশ্ন হলো, তামিম ইকবাল মান-অভিমান ভেঙে আবারও জাতীয় দলে ফিরবেন কিনা। বিসিবি তাকে বারবার প্রস্তাব দিয়েছে। শীর্ষ কর্মকর্তারা তার সঙ্গে আলোচনায় বসেছে একাধিকবার। তারপরও কোনো সুরাহা হয়নি। কোনো পক্ষই এ ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলেননি। এবার নাজমুল হাসান পাপনও বললেন, তামিমকে নিয়ে মন্তব্য করা কঠিন। পাশাপাশি সিনিয়র ক্রিকেটারদের প্রতি নিজের নমনীয় মনোভাবও দেখালেন।
আইসিসিরি বার্ষিক সভা শেষে ক্রীড়া মন্ত্রণালয়ে গতকাল রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ক্রীড়ামন্ত্রী তথা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে তাকে তামিম ইকবালের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে আরও একবার পাপন জানান, ‘আনুষ্ঠানিক আলাপ না হওয়া পর্যন্ত তামিমকে নিয়ে আমার মন্তব্য করা কঠিন। তবে বিসিবি চায় ও ফেরত আসুক।’
কিছুদিন আগে শোনা গিয়েছিল, তামিমকে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। এর আগে চলতি বছর বেশ কয়েকটি টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী মাসেই আছে পাকিস্তান সফর। এই ম্যাচগুলোতে তামিম খেলবেন কিনা- তা কেউ জানে না। তামিমের পাশাপাশি সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদরাও ব্যাপক সমালোচিত হয়েছেন। তারাও ক্যারিয়ার নিয়ে কোনো সিদ্ধান্তে আসেননি। তামিমের প্রসঙ্গেই বাকি সিনিয়রদের নিয়েও কথা বলেন পাপন।
বিসিবি সভাপতির মতে, সিনিয়রেরা যতদিন চান ততদিন খেলবেন, ‘এদের যেটা ভালো লাগেনি, মাহমুদউল্লাহ যেমন টেস্ট খেলার মাঝে ছেড়ে দিল, আমরা কিছু জানি না। ওকে আমি বলেছি, সে সেটা স্বীকারও করেছে, এটা ঠিক হয়নি। সে এটার জন্য দুঃখ প্রকাশ করেছে। তামিম যখন ছেড়ে দিল, আমরা জানি না। এসব কারও ভালো লাগার কথা নয়। আমরা চাই ওরা আমাদের একটা পরিকল্পনা জানাক, কে কত দিন খেলতে চায়। তারা যতদিন খেলতে চায়, আমরা চেষ্টা করব তাদের খেলাতে। তারা এখনো না খেলার অবস্থায় নেই, সেটাও না।’
এমন মন্তব্যের পেছনে কারণটাও আরেকবার ব্যখ্যা করেন পাপন, ‘জাতীয় দলে অনেক খেলোয়াড়ই আছে যাদের আমরা আর বেশি দিন হয়তো জাতীয় দলে দেখব না। এ বছরই অনেকের জন্য শেষ। কেউ কেউ হয়তো চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত খেলবে। তবে আমার ও বোর্ডের সবার ইচ্ছে, এদের ব্যাপারে পেশাদার হিসেবে কথা বলছি না। আমি মনে করি তামিম-সাকিব-মুশফিক-রিয়াদ, এ ধরনের খেলোয়াড় যারা আছে, তাদের যে অবদান—অবশ্যই এদের জন্য বাংলাদেশ ক্রিকেট এখানে এসেছে। অবশ্যই মাশরাফির নেতৃত্বের কথাও বলতে হবে।’