মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

রেকর্ডের আনন্দে এক বোতল শ্যাম্পেন চাইলেন স্টোকস

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৩:২৭ পিএম

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ওপেন করতে নেমেছিলেন। তার টি-টোয়েন্টি মেজাজের ব্যাটিংয়ে গতকাল রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্ট ১০ উইকেটে জিতে নিয়েছে ইংল্যান্ড। এর আগে ২০২০ সালে ওল্ড ট্র্যাফোর্ডে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই প্রথমবার ওপেনিংয়ে নেমে ৫৭ বলে ৭৮ করেছিলেন স্টোকস। তবে এবার তিনি গড়লেন দ্রুততম ফিফটির রেকর্ড, যেটা নাকি মাথাতেই ছিল না ইংলিশ টেস্ট অধিনায়কের।

গতকাল এজবাস্টনে স্টোকস ফিফটি করেন ২৪ বলে। ১৯৮১ সালে ভারতের বিপক্ষে দিল্লিতে ২৮ বলে ফিফটি করেছিলেন বোথাম, এত দিন যা ছিল ইংল্যান্ডের দ্রুততম ফিফটি। কিংবদন্তি বোথামের রেকর্ড ভেঙে স্টোকস শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২৮ বলে ৫৭ রানে। টেস্ট ইতিহাসে সব মিলিয়ে যৌথভাবে তৃতীয় দ্রুততম ফিফটির রেকর্ডও এটি। ২০১৪ সালে আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ বলে ফিফটি করে এই রেকর্ডের শীর্ষে পাকিস্তানের মিসবাহ উল হক।

নিয়মিত ওপেনার জ্যাক ক্রলি চোট পাওয়ায় ওপেনিংয়ে নামা স্টোকস ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেকর্ড নিয়ে বলেন, ‘আমি সত্যিই রেকর্ডের ব্যাপারে জানতাম না। পল কলিংউড (ইংল্যান্ডের সহকারী কোচ) ড্রেসিংরুমে আমাকে বলেছে যে ইংল্যান্ডের হয়ে এখন আমার দ্রুততম ফিফটি। সে-ই রেকর্ড উল্টেপাল্টে দেখে। বিফিকে (বোথাম) ছাড়িয়ে যেতে পেরে দারুণ লাগছে। এখন এক বোতল শ্যাম্পেন পেলে ভালো হয়।’

ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংসে গতির ঝড় তুলে ৫ উইকেট নেওয়া মার্ক উডের প্রশংসা করে স্টোকস বলেন, ‘তার সিংহহৃদয়, আর অধিনায়ক হিসেবে তো আপনি ঠিক সেটিই চাইবেন। তার যে স্কিল আর এক্স-ফ্যাক্টর আছে। দেখে মনে হচ্ছিল, প্রতি বলেই উইকেট নেবে।  স্পেলের পর স্পেল, বলের পর বল করে যাওয়া আর দলের জন্য সম্ভাব্য সবকিছুই উজাড় করে দেওয়াটা তার ধরন।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত